বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

দ্বিতীয় পর্বে উঠতে চায় চিলি, হন্ডুরাস

চিলি ও হন্ডুরাস দু'দলেরই লক্ষ্য বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে ওঠা। ‘এইচ' গ্রুপের খেলায় আজ বুধবার মুখোমুখি হচ্ছে দল দু'টি। ১৯৬২ সালে বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল চিলি। সেবার সাবেক যুগোস্লাভিয়াকে হারিয়ে তৃতীয় হয়েছিল চিলি। বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই তাদের সেরা সাফল্য। এরপর চিলি আরো চারটি বিশ্বকাপে ১৩টি ম্যাচ খেলেছে। কিন্তু জয় পায়নি একটিতেও। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় লাতিন আমেরিকার দেশটি। চিলির কোচের দায়িত্বে আছেন আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসা। তিনি মূলত তরুণদের নিয়ে গঠিত একটি দল নিয়ে বিশ্বকাপে এসেছেন। বাছাই পর্বে চিলির চমৎকার খেলাই বিয়েলসাকে বড় স্বপ্ন দেখাচ্ছে। খেলার কৌশল ঠিক করার জন্য তিনি নিজ দল এবং প্রতিপক্ষের ম্যাচের ভিডিও দেখছেন। বুধবার চিলিকে ৩-৩-১-৩ পদ্ধতিতে খেলাতে চান বিয়েলসা। তার ভরসা দলের অধিনায়ক লা লিগায় খেলা গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো। সতীর্থদের প্রেরণা যোগাতে তার জুড়ি নেই। হন্ডুরাস দলে আধা-পেশাদার ফুটবলারের সংখ্যাই ১৪ জন। তারপরও দলটি বিনা লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয়। দলের সেরা তারকা আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড সুয়াজো খেলেন সিরি ‘আ'তে। আরো আছেন একই লিগে খেলা এডগার আলভারেজ ও জুলিও ডি লিওন। তাদের সঙ্গে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা মেনর ফিগুয়েরা এবং হেন্ড্রি টমাস। হন্ডুরাস দলের কলম্বিয়ার কোচ রেইনালদো রুদার বিশ্বাস, তার দল চিলির বিপক্ষে ভালো খেলবে। দ্বিতীয় পর্বে ওঠারও আশা করছেন তিনি। বিডিনিউজ।

অনলাইন আপডেট

আর্কাইভ