বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রোহিতের ছক্কার ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবের বিপক্ষে দারুণ মাইল ফলক ছুঁলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।

শুক্রবার ম্যাচের ১৭তম ওভারে মুজিব উর রহমানের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি। তার পরের বলেও আরেকটি ছক্কা হাঁকিয়ে ৩০০-এর ঘর ছাড়িয়ে যান ভারতীয় এই ক্রিকেটার। রোহিতের ৩০১ ছক্কা মধ্যে ৭৮টি ছক্কা হলো আন্তর্জাতিক ক্রিকেটে। বাকি ১৮৩টি ছক্কাই মেরেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আর বাকি ৪০টি ছক্কা মেরেছেন সৈয়দ মুশতাক আলি ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এসব টুর্নামেন্ট মিলিয়ে।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। তার ছক্কার সংখ্যা ৮৪৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২৫টি ছক্কা মেরেছেন কাইরন পোলার্ড। আর ৪৪৫টি ছক্কা মেরে তৃতীয় অবস্থানে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তারপরে আছেন ডোয়াইন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭) এবং ডেভিড ওয়ার্নার (৩১৯)। আর এদের তালিকায় নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।

 

অনলাইন আপডেট

আর্কাইভ