শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্ল মার্কসের তত্ত্ব প্রয়োগ দরকার - মেনন

স্টাফ রিপোর্টার : পুঁজিবাদী বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্ল মার্কসের তত্ত্ব প্রয়োগের উপর জোর দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সরকারের এই মন্ত্রী বলেছেন, “আজ বাংলাদেশ রাষ্ট্রে উন্নয়নের ধারার বিপরীতে রয়েছে আয় বৈষম্য, সাম্প্রদায়িক মানসিকতা এবং শ্রেণি বৈষম্য। সমাজে অগ্রসরতা যখন এসেছে, তখন তার বিপরীতে নেমে আসছে চরম বিপর্যয়।
”কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মেনন।
পুঁজিবাদের স্বরূপ বিশ্লেষণ করে জার্মান দার্শনিক কার্ল মার্কস রচনা করেছিলেন অনন্য গ্রন্থ ‘ক্যাপিটাল’। মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস রচিত ‘কমিউনিস্ট ইশতেহার’ অনুসরণ এখনও সমাজতান্ত্রিক ও সাম্যবাদী দলগুলো পথ চলছে।
‘ইতিহাসবেত্তা কার্ল মার্কস’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে সাধু ভাষায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আলোচনা অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

অনলাইন আপডেট

আর্কাইভ