বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দৌলতপুরে ইউপি সদস্যের বাড়িতে গুলীর শব্দ ॥ এলাকায় আতংক

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্যের বাড়িতে গুলী বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজদার হোসেন ওরফে সাজদার মেম্বরের বাড়িতে পর পর দু’টি গুলী বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গুলীর শব্দে এলাকায় আতংক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, টলটলিপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাজদার হোসেনের সাথে একই এলাকার সম্রাট ও আব্বাস আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার দিনভর উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দৌলতপুর থানা পুলিশ উপস্থিত থাকায় কোন পক্ষই সংঘর্ষে লিপ্ত হতে পারেনি। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে সাজদার মেম্বরের বাড়িতে পর পর ২টি গুলী বর্ষণের ঘটনা ঘটে। রাতের আধাঁরে হঠাৎ গুলীর শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ছুটোছটি করতে থাকে। খবর পেয়ে দৌলতপুর থানার এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।  গুলীর বিষয়ে এসআই সাইফুল বলেন, আমারও লোকমুখে শুনেছি সাজদার মেম্বরের বাড়িতে গুলীর শব্দ হয়েছে। তবে সাজদার মেম্বরের বাড়ি থেকে গুলীর কোন আলামত পাইনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ