শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন তিনদফা দাবী

রাজশাহী অফিস: তিন দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে নগরীর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয়।
তাদের দাবিগুলো হলো, সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটিমাত্র পরীক্ষার ব্যবস্থা, শিক্ষাবোর্ড থেকে অনেক লেখকের বদলে নির্ধারিত দুই থেকে তিনজন লেখকের বই পড়ার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় ফরম পূরণে চলমান নম্বর পদ্ধতি বাতিল করে গ্রেডিং পদ্ধতি চালু করা। মানববন্ধন শেষে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গিয়ে শেষ হয়। পরে তারা বোর্ডের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেয়।

অনলাইন আপডেট

আর্কাইভ