শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘দরিদ্র জনগোষ্ঠী ন্যায়বিচার হতে বঞ্চিত থাকবে না’

জয়পুরহাট সংবাদদাতা : নানাবিধ আর্থ-সামাজিক, প্রতিবন্ধকতা, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষ বর্তমান সরকারের আমলে অর্থ অভাবে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। সরকার আর্থিক ভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে সরকার সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে। এর সফলতার অর্জনে আপনার আমার সকলের স্বদিচ্ছা প্রয়োজন এবং লিগ্যাল এইডের কোনস্পেটির দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্প্রতি জয়পুরহাট জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।  জয়পুরহাট জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ ইসমত আরা, জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আব্দুল মজিদ, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি), জয়পুরহাট জেলার পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জয়পুরহাট জেলার সরকারী কৌশলী এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জয়পুরহাট জেলা কারাগারের তত্বাবধায়ক মোছাঃ কাওয়ালিন নাহার, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তরুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনূর রহমান শাহীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জয়পুরহাট পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর আবুল মুনছুর মুন্টু, জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও ডিএমএসএস’র নির্বাহী পরিচালক অপূর্ব সরকার, ব্র্যাকের প্রতিনিধি আকতার হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাড এইড অফিসার ও বিচারক মোহাম্মদ  শেখ সাদী। সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে “জাতীয় দিবস” যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ