শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

বগুড়া অফিস: শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই। এই স্লোগান সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বগুড়ার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, মোঃ তবিবুর রহমান তালুকদার, সাইদুর রহমান সহিদ, মাকসুদা বেগম প্রমুখ।
অপরদিকে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য এস.এম. আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, প্রতিক ওমর ফেরদৌস আলম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ