বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রংপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সমাবেশ

রংপুর অফিস: স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি পূরনের আশ্বাসের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের কাছে ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়েছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সম্প্রতি রংপুর মহানগরীর বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসা হলরুমে এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বিভাগীয় সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই একাত্মতা প্রকাশ করেন। বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি রংপুর বিভাগের আহবায়ক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী। সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচি আবু মুসা ভূইয়ার পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোখলেছুর রহমান। সমাবেশের সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমিতির রংপুর বিভাগীয় যুগ্ম আহবায়ক এ রশিদ। সমাবেশ শেষে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন মেয়রসহ অতিথিবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ