বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

তৃতীয় ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামবে মহিলা ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকা সফরে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডে হেরে পাঁচ ম্যাচের সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। আজ হারলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে বাংলাদেশ। তাই বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর মিশন। 

আর তৃতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর মিশন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ মহিলা দল। কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্টকে ৯০ রানে হারায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ঐ ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন অধিনায়ক রুমানা আহমেদ ও ফারজানা হক। ২০টি চারের সহায়তায় ১৪৪ বলে অপরাজিত ১৩৬ রান করেন রুমানা। অপরদিকে, ১০টি বাউন্ডারিতে ১৪৩ বলে অপরাজিত ১০২ রান করেন ফারজানা। ফলে ২ উইকেটে ২৭০ রান করে বাংলাদেশ। এরপর বল হাতে নর্থ ওয়েস্টকে ১৮০ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের জয়কে সঙ্গী করে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু সেখানে নিজেদের উজার করে দিতে পারেনি রুমানা-ফারজানারা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজে প্রথম ওয়ানডে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পচেফস্ট্রমে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। 

ঐ ম্যাচে মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ফারজানা ৬৯, সানজিদা ৩৫ ও পান্না ঘোষ ২৩ রান করেন। প্রথম ম্যাচে ব্যর্থ হয়েও সর্তক হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচেও নিজেদের ব্যর্থতা অব্যাহত রাখে তারা। একই ভেন্যুতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এ ম্যাচেও বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারে। পান্না ঘোষ অপরাজিত ২০, জাহানারা আলম ১৮ ও নিগার সুলতানা ১৭ রান করেন। ৩৯ দশমিক ৫ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হবার পর নিজেদের ইনিংস শুরু করে ১৯৭ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে সিরিজ), সালমা খাতুন (অধিনায়ক টি-২০ সিরিজ), নিগার সুলতানা জোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।

অনলাইন আপডেট

আর্কাইভ