বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আফগানিস্তান সিরিজের ভেন্যু নিয়ে সন্তুষ্ট বিসিবি -আকরাম খান

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কয়েক দিন পরই হবে সিরিজটি। অনেকদিন থেকে এ সিরিজটি আয়োজনের কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সফরসূচি। তবে প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। চলতি মাসের ২৯ তারিখ থেকে জুন মাসের ৮-৯ তারিখের মধ্যেই এ সিরিজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। মাঠ ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। দেশে ফেরার পর তার রিপোর্টদেখে সন্তোষ প্রকাশ করেছে বিসিবি। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘রিপোর্ট অনুযায়ী, মাঠ-হোটেল সহ সব কিছুই ভালো। অবশ্য হোটেল থেকে মাঠে যেতে ৪০/৪৫ মিনিট লাগে।’ সিরিজটি শুরু হতে আর বেশি দিন নেই। কিন্তু এখনও কত ম্যাচের সিরিজ হবে তা ঠিক হয়নি। এ বিষয়ে আকরাম খানের বক্তব্য, ‘আমরা ২৯ মে থেকে ৮ বা ৯ জুনের মধ্যে সিরিজটা খেলবো। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই আমরা।’ মে-জুনে দেরাদুনে প্রচ- গরম পড়ে বলে বিকেলের পর ম্যাচ শুরু করতে আগ্রহী বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের  চেয়ারম্যান জানিয়েছেন, ‘যেহেতু তীব্র গরম, তাই বিকেল পাঁচটা থেকে ম্যাচ শুরুর প্রস্তাব  দেবো আমরা। খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টা আমাদের দেখতে হবে।’ শুরুতে এ সিরিজটি কলকাতা, বেঙালুরু কিংবা হিমাচলে খেলার কথা জানিয়েছিল বিসিবি। তবে সেখানকার মাঠ ওই সময়ে খালি না পাওয়ায় দেরাদুনেই অনুষ্ঠিত হচ্ছে এ সিরিজ। তবে মাঠের এ ঝামেলাও শেষ হয়েছে অনেক আগেই। আটকে ছিলো সিরিজে ম্যাচের সংখ্যা নিয়ে। আফগানরা ৪টি ম্যাচ খেলার প্রস্তাব দেয়। তবে বিসিবি ৩টি ম্যাচ খেলতেই রাজি হয়েছে বলে জানান আকরাম, ‘আমাদের প্রস্তাব তিনটা টি-টুয়েন্টি খেলা।’ দেরাদুনের মাঠটি সম্পূর্ণ নতুন ভেন্যু। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক তালিকায় নাম লেখাবে এ ভেন্যু। এ মাঠের উইকেট সম্পর্কে কোন ধারণাই নেই টাইগারদের। তাই সিরিজে নামার আগে পর্যাপ্ত অনুশীলন করবে তারা। এছাড়াও একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বলে জানিয়েছেন আকরাম, ‘গ্রাউন্ডসটা যেহেতু নতুন আর ভালো। সুযোগসুবিধা তো নেবই। অনুশীলনের সুবিধাটা নেব। কদিন অনুশীলন করব, একটা প্রস্তুতি ম্যাচ খেলব।’

অনলাইন আপডেট

আর্কাইভ