চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় উঠোনে ধান ঝাড়ার মেশিনে বিদ্যুতায়িত হয়ে সুমন হেসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।
সুমন হোসেন সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহতের ফুপাতো ভাই আসাদুল ইসলাম বলেন, সুমন আজ সকালে নিজেদের বাড়ির উঠোনে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়ছিল। মেশিনের বিদ্যুতের লাইনের তার লুজ থাকায় সে বিদ্যুতায়িত হয়। পরিবারের লোজজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।