শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উচ্চশিক্ষার জন্য সেরা শহর লন্ডন

১০ মে, কিউএস ওয়ার্ল্ড : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহর মনোনীত হয়েছে লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিও ও মেলবোর্ন। সদ্য প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে উঠে এসেছে এ তথ্য। গত বছরের তালিকায় প্রথম স্থানে ছিল মন্ট্রিল। তার আগের চার বছর ধরে প্রথম স্থান দখল করে রেখেছিল প্যারিস। শহরে ভালো মানের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ, জীবনযাত্রার মান, সাংস্কৃতিক বৈচিত্র্য প্রভৃতির ভিত্তিতে এ তালিকা তৈরি হয়। এসব দিক থেকে লন্ডন সবচেয়ে সেরা মনোনীত হলেও ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থার কারণে শহরটির অনেক দুর্নাম রয়েছে।

 

তালিকা তৈরির জন্য বিশ্বের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীদের মধ্যে জরিপ চালানো হয়। উচ্চশিক্ষার জন্য এসব শিক্ষার্থীর কাছে প্রথম পছন্দ হিসেবে উঠে আসে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, লন্ডন স্কুল অব ইকোনোমিক্স ও কিংস কলেজের নাম। বলা হয়, চাকরিদাতার সঙ্গে যোগাযোগ ও চাকরি পাওয়ার ক্ষেত্রেও লন্ডনে চমৎকার সুযোগ রয়েছে। কিন্তু যখনই থাকা-খাওয়া ও লেখাপড়ার প্রশ্ন ওঠে, দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীর বাজেটের বাইরে রয়েছে এ শহরটি।

অনলাইন আপডেট

আর্কাইভ