শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

প্রধান সাবেক ‘বিচারপতি মরহুম সৈয়দ মাহাবুব মোর্শেদ’ স্মরণসভা ও ‘মৃত্তিকা পদক’-২০১৮ প্রদান অনুষ্ঠিত

প্রধান সাবেক বিচারপতি মরহুম সৈয়দ মাহাবুব মোর্শেদের মৃত্যুবাষিকী উপলক্ষে আলোচনা, তার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ‘মৃত্তিকা পদক’-২০১৮ প্রদান অনুষ্ঠান হয়ে গেলো গত ১২ মে শনিবার,সময়  সন্ধ্যা ৬টা, স্থান : বিশ্ব সাহিত্য ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন : সৈয়দ মার্গুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব)। আলোচক : কবি লোকমান হাকিম (সাবেক যুগ্ম সচিব,সংস্থাপনা মন্ত্রণালয়)। অতিথি : বীর মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন (আহবায়ক,দেশরক্ষা আন্দোলন), আব্দুস সালাম (শিশু সংগঠক), মো. মেহেদী হাসান (আইটি ইঞ্জিনিয়ার), মোঃ মাঈনুদ্দিন (উপদেষ্টা,কেটিভি বাংলা), তারিকুল ইসলাম চয়ন (সংস্কৃতিকর্মি)। সভাপতি করেন : কবি রানা হোসেন (চেয়ারম্যান,মৃত্তিকা একাডেমি)। উপস্থাপনায় ছিলেন : আনোয়ার পারভেজ। ‘মৃত্তিকা পদক’-২০১৮ যারা পেলেন : আল হাফিজ (কবিতায় বিশেষ অবদান), জনাব আনোয়ার শাহী (অনুষ্ঠান প্রযোজক,বিজয় টিভি), খালেদা আহমেদ (পরিচালক ‘আলোর পথে’, আর টিভি), মো. মামুনুর হাসান (চেয়ারম্যান,কেটিভি বাংলা), সালাহউদ্দিন আহমেদ মিল্টন (নাট্যকার), এডভোকেট মো. আক্তার হোসেন মৃধা (আইনজীবী), তারিক কাশেম খান মুকুল (তরুণ রাজনীতিবীদ), এডভোকেট মু. নাসির উদ্দিন কবীর (রাজনীতিবীদ)। 

প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ