শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিরসরাইয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিলো শিক্ষার্থীরা

মিরসরাই সংবাদদাতা: মিরসরাইয়ে দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ মে) দুপুর আড়াইটায় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সম্মিলিত ভাবে ওই ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করার দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরুর কার্যালয়ে অবস্থান নেয়। এসময় ভূমি কর্মকর্তা কায়সার খসরু ওই ছাত্রীর জবানবন্দী অনুযায়ী বিবাহ বন্ধের আদেশ দেন।
১১ মে ওই ছাত্রীর বিয়ে দিন ধার্য্য করা হয়েছিল।  ওই ছাত্রী অনাকাঙ্খিত এই বিবাহ বন্ধের সহযোগীতা চেয়ে গত ২৬ এপ্রিল তার স্কুলের প্রধান শিক্ষক বরাবরে একটি আবেদনও করে।
জানা গেছে, উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ফেনাফুনি গ্রামের ইব্রাহিম খলিল  (৩২) নামের এক যুবকের সাথে
মিরসরাই বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে চূড়ান্ত হয়।
কিন্তু বয়স কম হওয়ায় বিয়েতে অমত করে পাত্রী। ওই ছাত্রীর মা ইব্রাহিমের সাথে তার বিয়ে দেবেন বলে ঠিক করে নিলে বিয়ে বন্ধ করতে ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগীতা চায়।
ওই ছাত্রী অভিযোগ করেন, ‘‘আমার বর্তমান বয়স ১৬ বছর। আমি একজন নিয়মিত ছাত্রী এবং পড়ালেখা চালিয়ে যেতে চাই। আমার অমতে শুক্রবার (১১ মে) আমার বিয়ের দিন ধার্য্য করা হয়েছিলো। আমি এই বিয়েতে রাজি নই। তাই আমি আমার সহপাঠিদের সাথে নিয়ে এ বিবাহ বন্ধ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরুর কার্যালয়ে এসে অবস্থান নিয়েছি।
উনি আমার সাথে কথা বলে এই বিবাহ বন্ধের নির্দেশ দিয়েছেন। সে আরো অভিযোগ করে, ওই যুবক বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত’’।

অনলাইন আপডেট

আর্কাইভ