শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চৌহালীতে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল বৃষ্টিখাতুন (১৪) নামে ৮ম শ্রেণীর খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার বিকালে উপজেলার  খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ খাষকাউলিয়া  গ্রামে এ ঘটনা ঘটে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল ৩ টায় খাষকাউলিয়া দাক্ষিন পাড়া গ্রামের আতাহার আলীর মেয়ে বৃষ্টি খাতুন (১৪) মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ গোলাম মোস্তাফা (২৮) সাথে  টাংগাইলের সন্তোষ গ্রামে কনের বাড়ীতে  বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় বর ও কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের মেয়েকে কোথাও বিয়ে দিতে পারবে না বলে অঙ্গিকার নেওয়া হয় এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা  নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানার এস আই মোতালেব হোসেন, এ এস আই রবিউল ইসলাম ও গ্রামের মাতব্বরবর্গ।

অনলাইন আপডেট

আর্কাইভ