শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানর জয়

স্পোর্টস ডেস্ক : আয়ার ল্যান্ডে বিরুদ্ধে অভিষেক টেষ্টটে পাঁচ উইকেটে  জিতেছে পাকিস্তান। ১৬০ রানের টার্গেট পায় পাকিস্তান  ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয়েছে আইরিশরা। ফলে ১৬০ রানের টার্গেট পায় পাকিস্তান। লক্ষ্যটা ছোট হলেও বেশ বিপদেই আছে এশিয়ার পরাশক্তিরা। ১৪ রান তুলতেই ৩ উইকেট হারায় সরফরাজ আহমেদের দল। চতুর্থ দিনে ৩ উইকেট হাতে রেখে ১৩৯ রানের লিড নিয়ে দিনশেষ করে আয়ারল্যান্ড। শেষ দিনে আর মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয়ে যায় তারা। আগের দিনের সেঞ্চুরিয়ান কেভিন ও’ব্রায়েন শেষ দিনে কোনো রান যোগ করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন। ৩৪৪ মিনিটে ১১৮ রান করেন তিনি। তাকে ফিরান পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আব্বাস। পরে বয়েড র্যানকিন এবং টাইরন কেনের উইকেট নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৪ উইকেট দখল করেন আব্বাস। এর আগে প্রথম ইনিংসেও ৪ উইকেট নেন আব্বাস। দুই ইনিংস মিলে ১১০ রান নিয়ে ৯ উইকেট নেন তিনি। এটিই তার টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে সেরা বোলিং। আব্বাসের ৫ উইকেট ছাড়াও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আমির ৩টি এবং শাদাব খান নেন ১টি উইকেট। রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আজহার আলিকে সাজঘরে পাঠান প্রথম ইনিংসে আইরিশদের সেরা বোলার টিম মুরতাগ। এরপর ৭ রান করে রেনকিনের শিকার হারিস সোহেল। ১ রানে আসাদ শফিক মুরতাগের দ্বিতীয় শিকার হলে বেশ বিপদেই পড়ে পাকিস্তান।

অনলাইন আপডেট

আর্কাইভ