বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গাজা হত্যাকাণ্ডের বিষয়ে পোপের তীব্র নিন্দা

১৬ মে, রয়টার্স : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন এ ধর্ম নেতা। সেন্ট পিটারর্স স্কয়ারে দশহাজার জনগণের সামনে এ বক্তব্য দেন তিনি।

ভুক্তভোগী সকল আহত, নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘সংঘর্ষ কখনো শান্তি আনতে পারেনা। যুদ্ধ যুদ্ধই বাড়ায়, সংঘর্ষ সংঘর্ষ বাড়ায়। এসময় তিনি  বলেন, আমরা কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেই না।’

এর আগে গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করার ঘোষণা দেন। তখনো কঠোর সমালোচনা জানিয়েছিলেন পোপ। তিনি বলেছিলেন ফিলিস্তিনীদের জন্য জেরুজালেম একটি পবিত্র স্থান। এখানে দূতাবাস স্থাপন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর কোনো মানে নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ