বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিশ্বকাপে সৌদি আরবের প্রাথমিক দল

 

 

স্পোর্টস ডেস্ক : আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের সৌদি আরবের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। এ নিয়ে পঞ্চম বারের মত বিশ্বকাপে খেলছে এশিয়ার এ দেশটি। এর আগে ১৯৯৪তে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় সৌদি আরব। ‘এ’ গ্রুপের সৌদি আরবের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার দেশ মিশর। উদ্বোধনী দিনে রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সৌদি আরব।

সৌদি দল: গোলরক্ষক : আসাফ আল কোয়ারনি, মোহাম্মদ আল-ওয়াইস, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।ডিফেন্ডার : মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, সাঈদ আল-মোয়াল্লাদ, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি, মোহাম্মদ জাহফালি, আলী আল-বুলাইহি।

মিডফিল্ডার : আব্দুল্লাহ আল-খাইবারি, আব্দুল মালেক আল-খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল-জসিম, হোসাইন আল-মোগাহুই, সালমান আল-ফরজ, নাওয়াফ আল-আবেদ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, মোহাম্মদ আল-কিউকবি, সালেম আল-দাওসারি, ইয়াহিয়া আল-সেহরি।ফরোয়ার্ড : ফাহাদ আল-মুওয়াল্লাদ, মোহাম্মাদ আল-সাহলাও, মুহান্নাদ আসসিরি।

অনলাইন আপডেট

আর্কাইভ