মাহে রমযানকে স্বাগত জানিয়ে গাজীপুরে শিবিরের র্যালী
গাজীপুর সংবাদদাতাঃ পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে শুক্রবার গাজীপুরে বণার্ঢ্য র্যালীর করেছে ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ র্যালীটি শেষে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর শাখা সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক জামশেদ আলম।
এ সময় জামশেদ আলম বলেন, পবিত্র রমযান মাসে অশ্লীল বেহায়াপনা, সিনেমা ও দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে।
এবং সর্বস্তরে মাহে রমযানের পবিত্রতা রক্ষা করার আহ্বান ও জানান তিনি।
এছাড়াও নগর অফিস সম্পাদক জহির উদ্দিন, প্রচার সম্পাদক এম রেজাউল ইসলাম,শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ র্যালীতে অংশ নেয়।