শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের প্রতি ছাত্রবন্ধুর অভিনন্দন

এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতকার্য ছাত্র-ছাত্রীদের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলন-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ছাত্রবন্ধু মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। আর অকৃতকার্যরা আগামীতে সফল হওয়ার জন্য তাদের অদম্য প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের পরীক্ষায় কিছুটা ফল বিপর্যয়ের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রবন্ধু বলেন নানা কারণে ফল বিপর্যয় দেখা দিয়েছে যা অপ্রত্যাশিত। ছাত্রবন্ধু আরো বলেন শহর এলাকার কিছু নির্দিষ্ট স্কুলগুলোতে ভাল ফলাফল করলেও গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে পাশের হার বিস্তর ব্যবধান লক্ষণীয়। ভবিষ্যতে এই ব্যবধান কমিয়ে আনার জন্য মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লেখাপড়ার মানোন্নয়নে ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। একই সাথে ছাত্র-ছাত্রীদেরও লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে বিরত থাকতে হবে। অপরদিকে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য ফল থাকায় মিয়া আবদুল্লাহ ওয়াজেদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ