শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

অবিলম্বে গাজায় হত্যাকান্ড বন্ধ এবং ফিলিস্তিনীদের নিজস্ব ভূমিতে ফেরার অধিকার দাবী

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরাইলী সেনা বাহিনীর গুলিতে প্রায় অর্ধশত ফিলিস্তিনী নিহত ও কয়েক হাজার আহত হওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে গাজায় হত্যাকান্ড বন্ধ ও ফিলিস্তিনীদের নিজস্ব ভূমি ও বাড়িতে ফেরার অধিকার আদায়ের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সারাদেশ ব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসাবে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগে অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর ছাত্রশিবির নেতা এস.এম.রায়হান, জামায়াত নেতা মাহবুবুল হাসান প্রমুখ।বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অধিকৃত জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রেক্ষাপটে ক্ষুব্ধ ফিলিস্তিনী নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলী ইহুদী সেনা বাহিনী বর্বর হত্যাকান্ড চালাচ্ছে।
তেলআবিব থেকে মার্কিন দূতাবাস বিরোধপূর্ণ নগরী জেরুজালেমে স্থানান্তর করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্্রাম্প আন্তর্জাতিক আইন লংঘন করে পবিত্র এ নগরীতে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি প্রদানের তার প্রতিশ্রুতি পূরণ করল। আর এদিকে ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে।জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনে সংঘটিত মানবাধিকার লংঘন ও যুদ্ধাপরাধ বন্ধ এবং ফিলিস্তিনীদের স্বাধীন অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ