শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

টি-টোয়েন্টিতে মাশরাফিকে না পাওয়া দুর্ভাগ্য----------নান্নু

স্পোর্টস রিপোর্টার : গতকাল রোববার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করা হয়েছে। এ সময় মাশরাফীর দলে না থাকাটা দলের জন্যই দুর্ভাগ্য বলে মেনেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কারণ একযুগেরও বেশি সময় জুড়ে বাংলাদেশের সেরা পেসারের জায়গাটি ধরে রেখেছেন মাশরাফি। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারের অনেকটা সময় ছিলেন ইনজুরিতে আক্রান্ত। কিন্তু এটা তাকে দমাতে পারেনি। তবে খেলায় কিছুটা সীমাবদ্ধতা ঠিকই এনেছে। এখন জাতীয় দলের হয়ে শুধু একটি ফরম্যাটেই খেলেন। ওয়ানডে দলের অধিনায়ক তিনি। ২০১৭ সালের শুরুতেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাশরাফী। তবে শ্রীলংকা সফরের পর তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে একপ্রকার জোর করেই তাকে এই ফরম্যাট থেকে অবসর নিতে বাধ্য করেন। 

এবছর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাকে টি-টোয়েন্টি দলে ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে এই ৩৪ বছর বয়সী রাজি হননি তাতে। পেস বোলিংয়ে দলে মোস্তফিজুর রহমান, রুবেল হোসেনদের মত পেসার আছেন। তাদের পারফরম্যান্সও খারাপ না একেবারে। তবে মাশরাফীর সমকক্ষ কোন বোলার উঠে আসেননি এখনও। আর তা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বলেই মানেন প্রধান নির্বাচক নান্নু। তিনি বলেন 'মাশরাফির বিকল্প বের করা এ  দেশে কঠিন একটি কাজ। মাশরাফি সব ফরম্যাটে একজন আউটস্ট্যান্ডিং পারফর্মার আমাদের কাছে। দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য ব্যাড লাক।' তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফির বিকল্প খুঁজছে। এজন্য মোহাম্মদ সাইফ উদ্দিনের মত তরুণ পেস-অল রাউন্ডাররা সুযোগ পাচ্ছেন দলে। নান্নুর আশা ২০১৯ সালের বিশ্বকাপের আগেই তারা এই কাজে সফল হবেন। নান্নু বলেন, 'ওর (মাশরাফী) মতো হয়তো পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে এখন। আমরা এখন একজন বোলিং অল রাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাবো।' আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে সুযোগ দিতে পারেননি নির্বাচকরা। আরিফুল ইসলাম স্কোয়াডে থাকলেও তিনি নিয়মিত বোলিং করছেন না। এর বাইরে সাইফউদ্দিন ও আবুল হাসান রাজুর পারফরম্যান্সে হতাশ নির্বাচকরা। সেই অর্থে ৩৪ পেরিয়ে যাওয়া মাশরাফি এখনো ব্যাটসম্যানদের মনে ত্রাস তৈরিতে পারদর্শী।  তার মতো কাউকে না পাওয়াটা হতাশার যে কারো জন্যেই। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও মাশরাফি সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছেন অতীতের সব  রেকর্ড গুড়িয়ে।  বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে কারো ১৬ ম্যাচে ৩৯ উইকেটের কীর্তি নেই।  এর আগে সবশেষ বিপিএলে বোলিংয়ের পাশাপাশি সঠিক নেতৃত্ব দিয়ে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন। অথচ  সেরা নৈপুণ্য দেখিয়েও টি-টোয়েন্টি খেলছেন না।  আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে বিশ্বকাপের আসর। গতিময় বাউন্সি উইকেটে বাংলাদেশ একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছে। এখনো মনমতো কাউকে না পেলেও মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস বিশ্বকাপের আগে মাশরাফির কাছাকাছি কাউকে পাওয়া সম্ভব, ‘মাশরাফির মতো হয়তো কাউকে পাচ্ছি না, তবে তার কাছাকাছি বিকল্প তৈরি করার সময় চলে এসেছে।  আমরা এখন একজন  বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন  বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাবো।’ এদিকে বোলিং অলরাউন্ডার হিসেবে বেশকিছু ম্যাচ খেলেছেন তরুণ সাইফউদ্দিন এবং অভিজ্ঞ আবুল হাসান রাজু। কিন্তু সম্প্রতি তাদের পারফরম্যান্স ভালো না হওয়াতে এই মুহূর্তে নির্বাচকদের বিবেচনাতে নেই।  এ ব্যাপারে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সাইফউদ্দিনের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমাদের কাছে দুইজন বোলিং অলরাউন্ডার ছিল, একজন রাজু (আবুল হাসান) আরেকজন সাইফউদ্দিন।  কিন্তু দুইজনের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি।  যদিও তারা এখনো আমাদের চিন্তার বাইরে চলে যায়নি। সামনে  ‘এ’ দলের খেলা আছে, সেখানে আমরা তাদের দেখবো। ’

অনলাইন আপডেট

আর্কাইভ