শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

আবাহনীকে প্রথম হারের স্বাদ দিল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের শিরোপা প্রত্যাশি মোহামেডানের কাছে প্রথম হারের স্বাদ নিলো আবাহনী লিমিটেড। গতকাল সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারিয়েছে। তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে মতিঝিল পাড়ার ক্লাবটি ১-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে  ইমরান হোসেন পিন্টু ও নারিন্দর কুমার গোল করেন। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে এসেছে। অপরদিকে আবাহনীর পক্ষে আরশাদ হোসেন ফিল্ড গোল করে পার্থক্য কমান। ঘরোয়া হকির দুই পরাশক্তির লড়াইটি দর্শকদের কাছে ছিল উপভোগ্য। ম্যাচের পুরো সময় জুড়ে ছিল আক্রমণ পাল্টা আক্রমণ। তবে এই লড়াইয়ে হার মেনেছে মাহবুব হারুনের দল। গত ম্যাচগুলোর মতো এদিন জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জ্বলে উঠতে না পারলেও ম্যাচ জয়ে তার ছিল গুরুত্বপূর্ল ভূমিকা। আক্রমণভাগে জিমির বিচরণই ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের। আর  এই সুযোগটি কাজে লাগিয়ে জয় আদায় করে নেয় ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচের ২২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় মোহামেডান। শামসের সিংয়ের পুশ কামরুজ্জামান রানা স্টপ করার পর জিমি স্টিক চালাতে বিলম্ব করায় সুযোগটি নষ্ট হয়। দুই মিনিট পার্থক্যে দ্বিতীয় পেনাল্টি কর্নারে গোলের দেখা পায় মোহামেডান। ইমরান হোসেন পিন্টু জোরালো হিটে গোলটি করেন ১-০। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেনি আবাহনী। তাজউদ্দিন আহমেদের পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুল ইসলামের হিট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে শামসের পুশ রানা স্টপ করার পর অরবিন্দর সিংয়ের হিট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। গোলমুখ থেকে সারোয়ার ও কৃষ্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর ৫৫ মিনিটে সমতার স্বস্তি ফেরে আবাহনী সমর্থকদের মুখে। জটলার মধ্যে থেকে আরশাদ হোসেন সুযোগ সন্ধানী হিটে লক্ষ্যভেদ করেন। শেষ দিকে দু’টি পিসি পেলেও কাজে লাগাতে পারেনি মোহামেডান। প্রথমবার জিমি এবং পরেরবার রানার হিট লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ নষ্ট হয়। জিমি আরেকটি সুযোগ নষ্ট করার পর ৬৯ মিনিটে জয়সূচক গোল পায় মোহামেডান। শামসের পুশ রানা স্টপ অরবিন্দর সিং লক্ষ্যভেদ করেন। আম্পায়ার অবশ্য গোলটি দিয়েছেন নারেন্দর কুমারকে। চলমান লিগে টানা নয় জয় নিয়ে মাঠ ছাড়ল মোহামেডান। অপরদিকে আবাহনীর প্রথম হার এটি। পয়েন্ট টেবিলে মোহামেডান ও মেরিনার ইয়াংস যৌথভাবে শীর্ষে রয়েছে। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে ভিক্টোরিয়া এসসি ৭-১ গোলের সহজ পার্থক্যে সাধারণ বীমাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে আব্দুস সালাম, যোগরাজ সিং, রিমন কুমার ঘোষ, রাকিব, শাহিবাজ শেখ, হৃদয় ও প্রিন্স একটি করে গোল করেন। অপরদিকে সাধারণ বীমার একমাত্র গোলদাতা আব্দুল্লাহ আল মনসুর।

অনলাইন আপডেট

আর্কাইভ