শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কক্সবাজারে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো-  র‌্যাব-৭ কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি মাইক্রোবাসসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

 র‌্যাব-৭ সূত্রের খবর, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সরকার প্রোডাকশন হাউস ব্যানারে একটি শুটিং টিম শুটিং ব্যবসার আড়ালে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার  থেকে নিয়ে রাজশাহীতে পাচার করেছে। এ সংবাদের ভিত্তিতে   ২৩ মে  সকাল সাড়ে ১০টার  সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাবের একটি   দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে   মোঃ আসলাম সরকার (৪০), পিতা-মোঃ আজিজুর রহমান, গ্রাম-ডিংগাডোবা, থানা- রাজপাড়া, জেলা-রাজশাহী এবং   মোঃ মাসুদ রানা (৩২), পিতা-মৃতঃ আব্দুস ছাত্তার, গ্রাম-মিয়াপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী তাদেরকে একটি মাইক্রোবাসসহ সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে আটককৃদের  ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে।   তাদের বহণকারী মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-৫১-৭৬৯৩) তল্লাশী করে  তেলের ট্যাংকির ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১ লক্ষ ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আটককৃতদের দেহ তল¬াশী করে ১টি ট্যাব, ৩ টি মোবাইল সেট এবং ৬ টি সীম কার্ড সহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত শুটির ব্যবসার পাশাপাশি মাইক্রোবাস টি ব্যবহার করে কক্সবাজারের  থেকে ইয়াবা নিয়ে  দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লক্ষ টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিল এর ৯(খ)/২৫/৩৩(১) ধারা মোতাবেক কক্সবাজার জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ