বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দর্শনায় দিনে দুপুরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দর্শনায় সিপি গোডাউনের পিছনে দিনে দুপুরের গেটের তালা ভেঙ্গে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
রোববার সকলের দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এতে নগদ ১৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়।
জানা যায়, দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টারপাড়া সিপি গোডাউনের পিছনে কেরুজ অবসর প্রাপ্ত একাউন্টিং অফিসার আজিজুল হকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
চোররা বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে ঘরের প্রবেশ দরজা (ক্রসকেবল গেট) ও ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরের মধ্য প্রবেশ করে।
বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে চোরেরা ঘরের একটি লকার ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার সহ বেশ কিছু মালামাল চুরি করে।
এ ব্যাপারে বাড়ির মালিক আজিজুল হকের ছেলে স্বরাজ জানান, বাড়ির লোকজন ঢাকায় থাকায় বাড়ি দেখভালের জন্য একজনকে রেখে গেছে।
কাজের লোক সকালের দিকে বাড়ির কাজ শেষে চলে যায়। এরপর ঝড়বৃষ্টির সময় চোরেরা বাড়িতে প্রবেশ করে বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি ঘর তছনছ করে নগদ ১৫ হাজার টাকা ও ৯/১০ ভরির মত স্বর্ণা লংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ