শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চাঁদে পা রাখা মহাকাশচারী অ্যালান বিন আর নেই

২৭ মে, বিবিসি : চাঁদে পা রাখা যুক্তরাষ্ট্রের মহাকাশচারী অ্যালান বিন আর নেই। তিনি যিনি চাঁদে পা রাখা চতুর্থ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইন্ডিয়ানার একটি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শনিবার ৮৬ বছর বয়সী অ্যালানে মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। তিনি দুইবার মহাকাশে গিয়েছেন। প্রথমবার ১৯৬৯ সালে অ্যাপলো ১২তে চাঁদের মাটিতে পা রাখেন। এরপর দ্বিতীয়বারের মত ১৯৭৩ সালে আমেরিকার প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাবের দ্বিতীয় ক্রু ফ্লাইটের কমান্ডার হিসেবে মহাকাশে যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে নভোচারী মাইক বলেছেন, তার দেখা অসাধারণ ব্যক্তি একজন মানুষ ছিলেন অ্যালান। তিনি কেবল সফল নভোচারীই নন একজন সার্থক শিল্পীও ছিলেন। তিনি মহাকাশের বিভিন্ন চিত্র এঁকে খ্যাতি অর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে পাইলট হিসেবে কাজ করেছেন অ্যালান। ১৯৬৩ সালে তিনি নাসায় শিক্ষানবীস হিসেবে কাজ শুরু করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ