শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বিওএ’র ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে গতকাল অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স লেভেল-২ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি এবং বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও জ্বালানী ও খনিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী। কোর্সটি পরিচালনা করেন ফ্রান্স হতে আগত আরচ্যারী প্রশিক্ষক এবং ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশনের ডেভেলপমেন্ট এন্ড এ্যাডুকেশন ডাইরেক্টর Mr. Pascal Colmaire. ১০ দিন ব্যাপী এ কোর্সে ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন জেলা পর্যায়ের ১৭ জন এবং মিশর, ফিলিপাইন ও ভুটান হতে ০৩ জন প্রশিক্ষকসহ মোট ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ