বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অরো চার দল

স্পোর্টস ডেস্ক : জুনের শুরুতেই আইসিসির বর্তমান ১২টি দলের সাথে ওয়ানডে সংস্করণে আরো চারটি দল যুক্ত করেছে আইসিসি। নতুন যুক্ত হওয়া দেশগুলো হচ্ছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি। ওয়ানডে সংস্করণের ১৩তম স্থান দিয়ে র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে স্কটল্যান্ড। তাদের পয়েন্ট ২৮। এদিকে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে সংযুক্ত আরব আমিরাত। আর নেদারল্যান্ডসের পয়েন্ট ১৩ ও নেপাল এখনো কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। এ দুইটি দল এখনো র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি। আর ৪টি করে ম্যাচ খেললে র‌্যাঙ্কিং তালিকায় তাদের নাম উঠবে।

চার দল মিলিয়ে বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দলের সংখ্যা ১৬টি। এর মধ্যে ১৪ দলের র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। নেপাল ও নেদারল্যান্ডসও যুক্ত হয়ে যাবে। ২০১৯ সালের বিশ্বকাপে আয়োজক দেশসহ র‌্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দেশ (১৭ সেপ্টেম্বর) সরাসরি অংশ নিচ্ছে। আর বাছাইপর্ব খেলে আরো দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তার অংশ নিচ্ছে। কিন্তু পরবর্তী আসর থেকে র‌্যাঙ্কিংয়ের প্রথম ১০টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। -ক্রিকবাজ.কম।

অনলাইন আপডেট

আর্কাইভ