শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বোলিংয়ের পর ব্যাটিংয়ে দাপট ইংল্যান্ডের

স্পোর্টস  ডেস্ক : হিডিংলিতে গত শুক্রবার  শুরু হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন শেষে ৬৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিন  পাকিস্তান ১৭৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যাওয়ার পর তারা দুই উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। গতকল  দ্বিতীয় দিনে এরিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে করে ১৫৯ রান ।এখনও পিছিয়ে তারা ১৫ রানে। প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ইনিংসে তারা ১৭৪ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন শাদব খান। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৩টি, স্টুয়ার্ট ব্রড ৩টি, ক্রিস ওয়েকস ৩টি ও স্যাম কুররান ১টি করে উইকেট শিকার করেন।পরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। ইংলিশ ওপেনার অ্যালেস্টার কুক ৪৬ রান করে আউট হন। ২৯ রান করে আউট হন কিটন জেনিংস। প্রথম  দিন  ২৯ রান করে অপরাজিত থাাকা অধিনায়ক জো রুট গতকাল ৪৫ রান করে আউট হন। প্রথম দিন শূন্য রান করে অপরাজিত থাকা ডমিনিক বিস এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে হাসান আলী ১টি ও ফাহিম আশরাফ ১টি মোহাম্মদ আমির একটি করে  উইকেট শিকার করেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ