বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিশ্বকাপে ‘আলো ছড়াবেন’ নেইমার সালাহ কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক : মোহামেদ সালাহ ও নেইমার বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন বলে বিশ্বাস করেন ব্রাজিলের ফরোয়ার্ড  ফিলিপে কৌতিনিয়ো। দু’জনেই অবশ্য রাশিয়ায় যাচ্ছেন ফিটনেস শঙ্কা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়া মিসরের সালাহ লড়ছেন বিশ্বকাপের আগেই পুরো ফিট হতে। অন্যদিকে ফেব্রুয়ারিতে পায়ের হাড় ভাঙা নেইমার তিন মাসের বেশি সময় পর ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে ফিরেছেন। জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেয়ার আগে লিভারপুলে সালাহর সঙ্গে খেলেছেন কৌতিনিয়ো। আর ব্রাজিল জাতীয় দলের আক্রমণভাগে নেইমার তার সতীর্থ। দুজনকেই খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে এই বার্সেলোনা তারকা বলছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য ভাঙার ক্ষমতা আছে এই দুজনের। ২০০৮ সাল থেকে সমান পাঁচটি করে ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন মেসি ও রোনালদো। কৌতিনিয়ো মনে করেন তাদের শ্রেষ্ঠত্ব ভেঙে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখেন এমন খেলোয়াড়দের জন্য এখনই সময়। আমার কাছে সেটা করতে সালাহ ও নেইমারের ভালো সুযোগ আছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ