নিজেকে বিশ্বসেরা ভাবেন না মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি নিজেকে খুবই সাধারণ একজন খেলোয়াড় ভাবেন। আর দশজন ফুটবলারের মতোই মনে করেন নিজেকে। ৩০ বছর বয়সী বার্সা ও আর্জেন্টাইন তারকা মেসির ঝুলিতে ক্লাব ফুটবলের সম্ভাব্য প্রায় সকল রেকর্ড আছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির আফসোস একটাই, জাতীয় দলের হয়ে বড় কোন শিরোপা জয় না করতে পারা। সামনে রাশিয়া বিশ্বকাপই হয়তো তার শেষ সুযোগ। পুরো আর্জেন্টিনা ও সারা বিশ্বের ভক্ত-সমর্থক তাকিয়ে আছে তার দিকে।
আর তিনি নিজেকে আর দশজন ফুটবলারের সাথেই তুলনা করছেন। পেপার ম্যাগজিনের সাথে ফটোশ্যুট শেষে মেসি বলেন, ‘আমি নিজেকে সেরা মনে করিনা, অন্যদের মতোই আমি শুধুই একজন খেলোয়াড়।' মেসি আরও বলেন, ‘খেলা শুরু হয়ে গেলে মাঠে আমরা সবাই সমান।' বিশ্বকাপে নিজেদের ফেবারিট ভাবছেন না মেসি। তিনি বলেন, ‘আমাদের জয় পেতে হলে ও ফ্রান্স, জার্মানি, ব্রাজিল কিংবা স্পেনের মতো দলের সমকক্ষ হতে হলে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে হবে।' তবে সমর্থকদের জন্য আশার আলোও দেখালেন মেসি। বললেন, ‘আমাদের দলে বেশ ভাল খেলোয়াড় আছে এবং আমরা কিভাবে এখানে (বিশ্বকাপে) এসেছি সেটা বড় কথা নয়, বরং আর্জেন্টিনা সবসমই জয়ের দাবীদার।' রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে পড়েছে আর্জেন্টিনা। বাকি তিন দল- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে মেসিদের।