বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

আমার মেয়ের ফাতেমাতুজ্জহরা (২১)। সে কাঁঠালবাগান ফজিলাতুন্নেছা হাফেজিয়া মহিলা মাদরাসার হেফজ বিভাগের একজন শিক্ষিকা। দীর্ঘ ২ মাস যাবত সে এ মরনব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা করিয়েছে। বর্তমানে সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাতালের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। ডাক্তার জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্যে প্রয়ে ১৫ লক্ষ টাকা প্রয়োজন। ৩ মাস আগে মেয়েটির বিবাহের কথা চূড়ান্ত হয়েছিল যে, জুলাই মাসে তার বিবাহ সম্পন্ন হবে। কিন্তু মেয়ের ক্যান্সারের ব্যাপার শুনে সে সম্বন্ধটি ভেঙ্গে যায়। মেয়েটি মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ার্ড : ৩, বেড : ৫ এ সে মৃত্যুর প্রহর গুণছে। আমি সামান্ন বেতনের একজন শিক্ষিক, মেয়েটির চিকিৎসার খরচ চালাতে গিয়ে বর্তমানে নিঃস্ব ও ঋণগ্রস্ত। আমার মতো হতদরিদ্র বাবার পক্ষে এতটাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, দাতা প্রতিষ্ঠান ও প্রবাসী ভাইদের নিকট সবিনয় আবেদন। যাকাত হিসেবে কিছু অর্থ দিয়ে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলে মেয়েটি হয়ত আবার নতুন জীবন ফিরে পেত। যোগাযোগ ঠিকানা : ১১২/১, বাজার রোড, কাঁঠালবাগান, ঢাকা। স্থায়ী ঠিকানা : ২৫/১, ঝিনাইদাহ ব্যাংক কলোনি, ঝিনাইদহ। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ আবিদুর রহমান (শিক্ষক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ফার্মগেট শাখা, সঞ্চয়ী হিসাব নং- ২০৫০১৩৬৬৭০০১৭৮৬১২, যোগাযোগ : ০১৬৩৪০৯১৬১৪ (বিকাশ)

 

 

 

 

 

 

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ