শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্রাজিল দল নিয়ে খুশি নন পেলে

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেভারিট ধরা হলেও দলটি নিয়ে ঠিক খুশি হতে পারছেন না কিংবদন্তি পেলে। বিশ্বকাপ খুব কাছে চলে এলেও তার উত্তরসূরিরা এখনও সফল হওয়ার মতো যথার্থ দল হয়ে ওঠেনি বলে মনে করেন তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা। প্রায় দুই বছর আগে তিতে কোচের দায়িত্ব নেয়ার পর থেকে দারুণ ছন্দে আছে ব্রাজিল। তার অধীনে গত ২০ ম্যাচের একটিতে মাত্র হেরেছে দলটি। দাপট দেখিয়েছে বাছাইপর্বে; স্বাগতিক রাশিয়ার পর সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল দল প্রসঙ্গে পেলে রয়টার্সকে বলেন, "তিতের সক্ষমতায় আমার অগাধ আস্থা। আমার উদ্বেগ একটি বিষয়ে; বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র আর কয়েকটা দিন বাকি। কিন্তু আমরা এখনও সঠিক দলটা পাইনি। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড়ই অনেক ভাল। কিন্তু আমরা দল হিসেবে নই।"

অনলাইন আপডেট

আর্কাইভ