শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঈদ উপলক্ষে অস্ত্রবিরতি আফগানিস্তানে

৯ জুন, এএফপি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান নিরাপত্তা বাহিনীর সাথে গতকাল শনিবার তিন দিনের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবান। তবে ‘বিদেশী দখলদারদের’ বিরুদ্ধে তারা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে। তবে এ গ্রুপ হুশিয়ার করে দিয়ে বলেছে তাদের যোদ্ধারা আক্রমণের শিকার হলে তারা তা ‘শক্তভাবে প্রতিহত’ করবে। আফগান সরকার সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ঘোষণার দু’দিন পর তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতি একথা বলা হয়। এক হোয়াটসঅ্যাপ বার্তায় তালেবান জানায়, ‘ঈদুল ফিতরের প্রথম তিন দিন আফগান বাহিনীর বিরুদ্বে আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখতে সব মুজাহিদীনকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে মুজাহিদীনরা আক্রমণের শিকার হলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করবো।’

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে ঈদ উপলক্ষে এই প্রথমবারের মতো তালেবান অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সম্মত হলো। প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৃহস্পতিবার এক তরফাভাবে তালেবানের সাথে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি পালনের ঘোষণা দেয়ার পর এ ঘোষণা দেয়া হলো।

অনলাইন আপডেট

আর্কাইভ