শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চিকিৎসার্থে সাহায্যের আবেদন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : মেধাবি ছাত্র আহম্মদুল্লাহ নাদিম (২০) বাঁচতে চায়। নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজ থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত এইচ,এস,সি পরিক্ষা দেয়ার কথাছিল তার। এর আগে ২০১৩ সনে জে,এস,সিতে উপবৃত্তি ও ২০১৬সনে এইচ,এস,সিতে জিপিএ-৫পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পরিক্ষায় অংশগ্রহণ করা হলোনা তার। এর আগেই মরণ ব্যাধি ক্যানসার (লিও ফর্মা) সব স্বপ্ন চুরমার করেদেয় তার। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজের হেমা টোলজী বিভাগের প্রফেসর আলমগীর কবিরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসায় প্রায় ২/৩ লাখ টাকার প্রয়োজন। ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ার্ডনং-৯০১, বেডনং-০৩ (নতুন বিল্ডিং, ৯তলা) এ চিকিৎসাধীন সে। তার বাবা মোহাম্মদ আলী একটি স্টিল মিলে ইলেকট্রিসিয়ান হিসেবে কাজ করেন। সংসারে আরো তিন ভাই বোনের লেখা পড়ার খরচ যোগাতেই নুন আনতে পানতা ফুড়ায়। এদিকে রোগ নির্ণয় আর চিকিৎসার্থেই সহায় সম্বল সব খুঁইয়েছেন। তার হতদরিদ্র বাবার পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই তার বাবা মোহাম্মদ আলী, মাতা নাজমা আলী সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, দাতা প্রতিষ্ঠান প্রবাসীরা সহ সবাইর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সবাই দানের হাত বাড়িয়ে দিলে নাদিম নতুন জীবন ফীরে পেত। যোগাযোগের ঠিকানা-আহাম্মদুল্লাহ নাদিম, পিতা- মোহাম্মদ আলী, গ্রাম- তেৎলাব, পোস্ট- রূপসি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সাহায্য পাঠাবার জন্য বিকাশ-০১৯৪২৭৬১৪০২, ডাচবাংলা-০১৯৪২৭৬১৪০২-৫।

অনলাইন আপডেট

আর্কাইভ