বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাকলিয়া জনকল্যাণ পরিষদ

বাকলিয়া জনকল্যাণ পরিষদ পশ্চিম বাকলিয়ায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মুহাদ্দিস মাওলানা মহসিন বলেছেন, রমজান হচ্ছে আত্ম শুদ্ধি ও আত্মগঠনের মাস। কোরআনে শিক্ষা সমাজে প্রতিষ্ঠার মাস। এ মাসের সিয়াম পালনের মাধ্যমে সমাজে বিরাজমান অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠাই রমজানের মূল শিক্ষা। তিনি বলেন, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই রমজান স্বার্থক হবে।
গত মঙ্গলবার ডিসি রোডে বাকলিয়া জনকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহসিন উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজ সেবক আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসমাঈল, অধ্যাপক বুলবুল ইসলাম, সমাজ সেবক মুহাম্মদ ইলিয়াছ, মাষ্টার মনছুর আলম, ডা: মোহাম্মদ ইলিয়াছ, মফিজুর রহমান, ফারহান তারিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ