বাজেটে প্রস্তাবিত চাল আমদানি শুল্ক প্রত্যাহার করতে হবে ----খেলাফত আন্দোলন
প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চাল আমদানিশুল্ক আরোপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লা মিয়াযী। তিনি বাজেটে প্রস্তাবিত চাল আমদানিশুল্ক প্রত্যাহার করার করার জোর দাবি জানান। তিনি বলেন, এ বাজেটে মধ্য ও নি¤œবিত্তের দমন ও উচ্চবিত্তের লালন করা হয়েছে। চালের উপর আমদানিশুল্ক আরোপ করায় প্রতি কেজি চালে ৩-৪ টাকা মূল্য আরো বৃদ্ধি পেয়েছে। যাতে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কষ্ট আরো বাড়বে। অবিলম্বে বাজেটে প্রস্তাবিত চাল আমদানিশুল্ক পত্যাহার করতে হবে। গত রোববার মেঘনা উপজেলায় কুমিল্লা-১ (মেঘনা- দাউদকান্দি) আসনে খেলাফত আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সুলতান মহিউদ্দিনের আমন্ত্রণে ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সুলতান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, খেলাফতের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আকরাম উদ্দিন, হুমায়ন সরকার চেয়ারম্যান, মিলন সরকার, শাহ আলম, সিরাজুল হক বি এস সি, মোঃ আলাউদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন মোল্লা, মোঃ সেলিম খান, ডাঃ ইসলাম, মাওলানা মহিউদ্দিন, পিচ্ছি শাহজাহান, ও হাফেজ জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাহবুবুল ইসলাম মামুন ও হাফেজ হাসিবুল হাসান শান্ত। প্রেস বিজ্ঞপ্তি।