ফেনীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার
ফেনী সংবাদদাতা: ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়ায় বেলাল হোসেন নামের এক ইয়াবা বিক্রেতাকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর ওমর কুমার সেন ও এসআই টিপু সুলতান পূর্ব ছিলোনিয়া এলাকায় আবুল খায়ের ড্রাইভার বাড়িতে অভিযান চালায়। এসময় বেলালের ঘর তল্লাশি করে ১শ ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর ওমর কুমার সেন বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।