শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিশ্বকাপের স্বাগতিক শহরে নৌযানের সংঘর্ষে ১০ জনের মৃত্যু

১২ জুন, রয়টার্স : রাশিয়ার ভলগোগ্রাদ শহরে একটি নৌকার সঙ্গে একটি টাগবোটের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। 

সোমবার রাতে শহর সংলগ্ন ভলগা নদীতে এ ঘটনা ঘটেছে। 

আসন্ন ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ ভলগোগ্রাদ শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনার দিন রাত প্রায় ১০টার দিকে জরুরি বিভাগগুলোতে খবর আসে ভলগার তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুটি নৌযানের মধ্যে সংঘর্ষ হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাতে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, একটি নৌকায় করে ১৬ ব্যক্তি নৌভ্রমণ করছিলেন, তারা সবাই রাশিয়ার নাগরিক। ওই সময় একটি টাগবোটের সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ ঘটে।

এতে ১০ জন মারা যান ও এক জন নিখোঁজ হন; আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি উলানোভ জানিয়েছেন।

আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারোভের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি আছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে ওয়েবসাইটটির তথ্য থেকে জানা গেছে।

বিশ্বকাপের প্রথম পর্বের ইংল্যান্ড, তিউনিসিয়া, নাইজেরিয়া, আইস্যাল্ড, সৌদি আরব, মিশর, জাপান ও পোল্যান্ডের ম্যাচগুলো ভলগোগ্রাদে অনুষ্ঠিত হবে। ১৮ জুন ইংল্যান্ড-তিউনিসিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের ভলগোগ্রাদ পর্ব শুরু হবে। 

অনলাইন আপডেট

আর্কাইভ