বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সিরাজদিখানে তাঁতিলীগের সহ-সভাপতির উপর হামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা তাঁতিলীগ সহ-সভাপতি সেলিম তালুকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রামানন্দ গ্রামের দেলোয়ার হোসেন মুন্সীর বাড়ীতে ইফতারের দাওয়াত খেয়ে আসার পথে মোঃ উসমান হোসেন (৩৩), মোঃ ওমর ফারুক (৩০), মোঃ আবু বক্কর হোসেন (৩৫), মাহাবুব হোসেন (২৫) তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন সেলিম তালুকদারকে আহত অবস্থায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করে।  সেলিম তালুকদার উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের ওহাব তালুকদার এর পুত্র। এব্যাপারে সেলিম তালুকদারের স্ত্রী সনিয়া বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মাস পূর্বে উপজেলার রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে লেলিন ডেকোরেটরের রক্ষিত বাশের উপর মাহেন্দ্রা চালিয়ে ক্ষতি করে উপজেলার রামানন্দ গ্রামের মোঃ উসমান হোসেন গং। সেলিম তালুকদার লেলিন ডেকোরেটর এর মালিক লিপুর পক্ষ নিয়া তাদের কাছ থেকে ক্ষতিপূরন দাবী করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার ঘটে। তারই জেরে সেলিম তালুকদারকে তাদের গ্রামে একা পেয়ে হামলা চালায় তারা।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ