শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তিলের মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের পারুলিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপক্ষে ‘চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ (২য় পর্যায়)  প্রকল্প’-এর আওতায় চাষী আহাদুল ইসলামের ৫০শতক জমিতে বাস্তবায়িত বারি তিল-৩ জাতের তিল প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট সদর উপজেলার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সেরাজুল ইসলাম সাজু। সাবেক ইউ.পি সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শ্রী উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমল চন্দ্র মন্ডল, পারুলিয়া ব্লকের এসএএও- হোসাইন দেওয়ান, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন  ৯০ থেকে ১শ দিনের মধ্যে খরিপ মৌসুমে জমি পতিত না রেখে ১.৫টন ফলণ ক্ষমতাসম্পন্ন বারি তিল-৩ কৃষককের জন্য বাড়তি ও লাভজনক ফসল হিসেবে সমাদৃত হতে পারে।
সাবেক ইউ.পি সদস্য আবুল কালাম আজাদ নতুন জাতের তিলের জাত সহ কৃষির সকল প্রযুক্তিসমূহ তৃনমূল পর্যায়ে সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য বর্তমান কৃষিবান্ধব সরকার ও উপজেলা কৃষি বিভাগকে ধন্যবাদ জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ