বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পলাশবাড়ীতে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ীতে নিবিড় ক্যান্সার হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি’র আয়োজনে গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, সম্মাননা স্মারক প্রদান, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজারে রামাদান ফুড এসিসষ্টেন্স প্রোগ্রাম ফর পুয়ার ফ্যামিলি ইন বাংলাদেশের উদ্যোগে এবং নমিজান আফতাবি ফাউন্ডেশন (এনএএফ) ও আইকন বগুড়ার সহযোগিতায় এলাকার সুবিধাভোগী গরীব-অসহায়- দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নিবিড় ক্যান্সার হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুনের সভাপতিত্বে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নাফের সাধারণ সম্পাদক ও আইকন সোসাইটি’র সভাপতি মোছা. এটিএম লাইজু, আইকন সোসাইটির উপদেষ্টা আব্দুল গোফ্ফার, আইকন সোসাইটির সেক্রেটারী জেনারেল মতিয়ুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
এ বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে চাল ৬ কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন ১ লি., চিনি ১ কেজি, লবন ১ কেজি করে ৮০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরে অতিথিবৃন্দ কেত্তারপাড়ার ঔষুধি গ্রাম পরিদর্শন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ