শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ফটিকছড়িতে বন্যার পানিতে ভেসে গেল এক ব্যক্তি

ফটিকছড়ি(চট্টগ্রাম) সংবাদদাতা : ফটিকছড়িতে বন্যার পানির স্রোতে ভেসে গেছে আবু তৈয়ব (৩২) নামের এক ব্যক্তি। সে নাজিরহাট পৌরসভার কদল তালুকদার বাড়ির আহমদ ছাফার পুত্র।
জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সমশুর দোকান সংলগ্ন রাস্তা থেকে প্রচন্ড পানির স্রোতে ভেসে যায়। উক্ত এলাকার মোহাম্মদ হারুন বলেন, বুধবার পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
মটির  দেওয়াল ধসে
ফটিকছড়িতে মাটির ঘরের দেওয়াল ধসে ওয়াজ খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
 ১৩ জুন  উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে উক্ত এলাকার হামিদ আলী মস্ত্রীর বাড়ির মৃত মোহাম্মদ সোলাইমান (প্রকাশ কালুর) স্ত্রী।
জানা যায়, বন্যার পানিতে তাদের মাটির ঘরের দেওয়াল তার গায়ের উপর ধসে পড়ে হাত, কোমর ও মাথায় প্রচুর আঘাত পান।
আহত অবস্থায় তাকে পাশের ঘরে নিরাপদ স্থানে রাখলেও রাস্তাঘাটে প্রচুর বন্যার পানি থাকায় তার যাথাযথ  চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি পরে সে মৃত্যুবরণ করেন।
উক্ত এলাকার সংবাদকর্মী কামরুল হাসান নিহত বৃদ্ধার দু’মেয়ের উদ্বৃতি দিয়ে জানান,
যখন বন্যার পানি বেড়ে যাচ্ছে তখন আমার মাকে নিরাপদ স্থানে সরে যেতে বললে তিনি বলেন আমি কোথায়ও যাব না, মরলে আমার স্বামীর ঘরে মরব। কিন্তু শেষ ইচ্ছে পূরণ হল না তার, পাশের আলমগীর হোসেনের ঘরে মৃত্যুবরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ