ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

মহাকাশে আধিপত্য বিস্তারের জন্য মার্কিন বাহিনীর ‘স্পেস ফোর্স’

সংগ্রাম অনলাইন ডেস্ক:

মহাকাশে আধিপত্য বিস্তারে মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ‘স্পেস ফোর্স’ নামে ষষ্ঠ শাখা খোলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার হবে, অর্থনৈতিক গতিশীলতা বাড়বে এবং চাকরির বাজার উন্মোচিত হবে বলে জানান তিনি।

হোয়াইট হাউসে দেয়া ভাষণে তিনি বলেন, ‘স্পেস ফোর্স’ মার্কিন বিমান, সেনা ও নৌ বাহিনীর সমতুল্য একটি বাহিনী হবে। তিনি আরও বলেন মহাকাশে চীন অথবা রাশিয়া আধিপত্য বিস্তার করবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

তাই স্পেস ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য একটি কাঠামো তৈরির নির্দেশ দেন ট্রাম্প। যদিও কাঠামোটি কি রকম হবে তার বর্ণনা দেননি তিনি।

অভিবাসন ইস্যুতে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের সঙ্গে মুখোমুখি অবস্থানের সময় ‘স্পেস ফোর্স’ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি/গার্ডিয়ান

অনলাইন আপডেট

আর্কাইভ