বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হ্যারি কেনের জোড়া গোলে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। জোড়া গোল করে তাদের ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন হ্যারি কেন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন ডেলে আলি, জেসে লিংগার্ড, হ্যারি কেনরা। ১১ মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়কের আর্মব্যান্ড পরা কেন। পরে স্পট কিকে ইংল্যান্ডের জালে বল জড়ান ফারজানি সাশি। ৩৩ মিনিটে ডি বক্সে ফাখরেদ্দীন বেন ইউসেফকে ফাউল করেন কাইল ওয়াকার। এতে পেনাল্টি পায় তিউনিশিয়া। গোল করে সমতায় আনেন সাশি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। মুহূর্মুহু আক্রমণ চালায় তারা। তবে তাদের সব প্রচেষ্টাই নস্যাৎ করে দেন তিউনিশিয়ার রক্ষণসেনারা। উল্টো কাউন্টার অ্যাটাকে ইংলিশ শিবিরে ভীতি সঞ্চার করেন তিউনিশিয়ানরা। ৯০ মিনিট পর্যন্ত সমতা বজায় রাখেন আফ্রিকান সাদারা। মনে হয়, ড্র নিয়েই মাঠ ছাড়ছে মুসলিম তিউনিসেয়া। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্টাইলিশ হেডে বল ঠিকানায় পাঠিয়ে তাদের হৃদয় ভাঙেন কেন।

অনলাইন আপডেট

আর্কাইভ