বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সর্বোচ্চ গোলদাতার নাম ‘আত্মঘাতী’

ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার বা হ্যারি কেন নন, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার নাম 'আত্মঘাতী'।  ২০১৮ বিশ্বকাপে গত বুধবার স্পেন-ইরান ম্যাচ পর্যন্ত মোট ২০টি ম্যাচে আত্মঘাতী গোল হয়েছে পাঁচটি। ইরান, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সেনেগাল ও স্বাগতিক রাশিয়া- এ পাঁচটি দল যার সুবিধা পেয়েছে। ‘আত্মঘাতী’র পর সবার উপরে পর্তুগালের রোনালদো (৪), রাশিয়ার ড্যানিশ চেরিশেভ (৩) ও স্পেনের দিয়েগো কস্তা (৩)। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপেই দ্বিতীয় সর্বোচ্চ আত্মঘাতী গোল হয়। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে সর্বোচ্চ আত্মঘাতী গোল হয়। সেবার পুরো আসরের ৬৪টি ম্যাচে মোট আত্মঘাতী গোল হয় ছয়টি। রাশিয়া বিশ্বকাপের বাকি  ৪৪টি ম্যাচ । তাই আত্মঘাতী গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের বিশ্বকাপেই। ফুটবল বিশ্নেষক রজার গঞ্জালেজ তার টুইটারে  লিখেছেন, ‘গোল্ডেন বুট’ এবার ‘আত্মঘাতীরই’। এবারের বিশ্বকাপে প্রথম আত্মঘাতী গোল হয় ১৫ জুন ইরান-মরক্কো ম্যাচে।  মরক্কোর ফরোয়ার্ড আজিজ বুহাদ্দোজের হেডেই নিজেদের জালে বল জড়ায় মরক্কো। এদিন গ্রুপ ‘বি’-তে থাকা ইরান বিশ্বকাপ ইতিহাসে তাদের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপের জয় পেয়েছিল ইরন। এবারের বিশ্বকাপে দ্বিতীয় আত্মঘাতী গোল হয় ১৬ জুন ফ্রান্স ও অস্ট্রেলিয়ার ম্যাচে। ১-১ সমতায় থাকা ম্যাচটিতে খেলার শেষদিকে পল পগবার কিকে বল অস্ট্রেলিয়ার জালে জড়ায়। তাতেই ২-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। একই দিনের অপর খেলা গ্রুপ ডি-র নাইজেরিয়া-ক্রোয়েশিয়া ম্যাচে নাইজেরিয়ান মিডফিল্ডার অগ্নিকারো এতিবো ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মডরিচের করা কর্নারে নিজেদের জালেই বল জড়িয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচটি জিতে নেয় ক্রোয়েশিয়া। ১৯ জুন গ্রুপ ‘এইচে’ সেনেগাল মিডফিল্ডার ইদ্রিসা গুয়ের শটে আত্মঘাতী গোল করেন পোল্যান্ডের থিয়াগো চিওনেক। ম্যাচটি সেনেগাল জিতে নেয় ২-১ গোলে। সর্বশেষ আত্মঘাতী গোলটি করেন মিসরের অধিনায়ক আহমেদ ফাতহি। গ্রুপ ‘এ’-তে থাকা রাশিয়ার সঙ্গে খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ