শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঢাকার বনশ্রীতে ইসলামী ব্যাংকের ৩৩৪তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৩৪তম শাখা হিসেবে বনশ্রী শাখা গতকাল শনিবার ঢাকার দক্ষিণ বনশ্রীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান ড. মো. কামাল উদ্দিন জসিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. নাজিম উদ্দিন। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ আনিসুর রহমান সরকার, দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. হানিফ, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমান ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও মো. শফিকুর রহমানসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ও শরী’আহ্র ভিত্তিতে পরিচালিত ব্যাংক। এ ব্যাংক দেশের জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে সকল নিয়মনীতি পরিপালন করে ব্যাংকিং সেবা প্রদান করছে। এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সততা, পেশাগত দক্ষতা ও আন্তরিক সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃত। জনগণের আস্থার ফলেই  ইসলামী ব্যাংক বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের মধ্যে অন্যতম এবং দেশের একমাত্র ট্রিপল এ রেটেড ব্যাংক। দেশের শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ, পরিবহন ও আবাসন খাতে ইসলামী ব্যাংক সর্বোচ্চ বিনিয়োগ জোগানের মাধ্যমে দেশের চলমান উন্নয়নে সফলভাবে অবদান রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ