শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিদায়ের আগে একটি জয়ের লক্ষ্যে মাঠে নামবে মিসর ও সৌদি আরব

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে সৌদি আরব ও মিসর। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ আগেই বন্ধ হয়েছে দল দুটির। তবে বিদায়ের আগে আজ একটি জয়ের টার্গেটে মাঠে নামবে সৌদি আরব-মিসর। নিয়ম রক্ষার শেষ ম্যাচটিতে অন্তত একটি জয়ের স্বাদ নিয়ে তারা দেশে ফিরতে চায় দল দু’টি। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। কাঁধের ইনজুরি কাটিয়ে দলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ দলে ফিরলেও তা স্বাগতিক রাশিয়ার বিপক্ষে সেন্ট পিটার্সবার্গে ৩-১ গোলে মিসরের পরাজয়ে কোন প্রভাব ফেলতে পারেনি। যদিও ম্যাচটিতে পেনাল্টি থেকে স্বান্তনাসূচক গোলটি করেছিলেন লিভারপুলের এই তারকা।  এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের পরাজয় দিয়ে বিশ্বকাপে ব্যর্থ মিসন শুরু করেছিল মিসর। একই ব্যবধানে দ্বিতীয় ম্যাচে লা সেলেস্তের বিপক্ষে পরাজিত সৌদি আরব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। যে কারণে মিসর-সৌদি আরবের ম্যাচটি অনেকটাই মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। কোচ হেক্টর কুপারের বিবেচনায় অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক এসাম এল হাদারি বেঞ্চে ছিলেন, তার পরিবর্তে প্রথম গোলরক্ষক হিসেবে মাঠে নেমেছিলেন মোহাম্মেদ এল-শিনাভি। তবে বদলী বেঞ্চ থেকে সৌদির বিপক্ষে এল হাদারির খেলার সম্ভাবনাই বেশি। আর তাই যদি হয় তবে ৪৫ বছর বয়সে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এল হাদারি। এল হাদারিও অবশ্য খেলার ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দেশের হয়ে কাজ করে যাব, খেলতে পারি আর না পারি। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবো। এর মাধ্যমে মিসরকে এবারের বিশ্বকাপে প্রথম জয় উপহার দিতে চাই।’সালাহ দলে ফিরলেও রাশিয়ার বিপক্ষে তার শতভাগ ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। তারপরেও আগামীকাল হুয়ান এন্টোনিও পিজ্জির দলের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে মিসর। পিজ্জির অধীনে চিলি কোপা আমেরিকা শতবর্ষী আসরের শিরোপা জেতা ছাড়া গত বছর কনফেডারেশন্স কপের ফাইনালে উঠেছিল। কিন্তু কনমেবল বাছাইপর্বে চিলির বিদায়ে তার বিদায়ও নিশ্চিত হয়।  ৫০ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ বিশ্বাস করেন রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পরেও তার দলের ভবিষ্যতে এগিয়ে যাবার সব ধরনের সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, আমি এখনো বিশ্বাসী সৌদি আরবের মানুষ এই দলটিকে নিয়ে একদিন গর্ব করবে। দুর্ভাগ্যবশত রাশিয়ায় আমরা কিছু করে দেখাতে পারিনি। তবে আমি আশাবাদী। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আশা করছি পরের ম্যাচে প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারবো। পিজ্জির স্কোয়াডে ২১ বছর বয়সী মিডফিল্ডার আব্দুল্লাহ আল খাইবারিকে নিয়ে মিসরকে আলাদা করে ভাবতেই হচ্ছে। যদিও এ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু সুযোগ পেলে তা কাজে লাগানোর পূর্ণ ক্ষমতা রাখেন এই তরুন তুর্কি। এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে একটিও গোল করতে পারেনি সৌদি আরব। এর আগে ২০১০ সালে হন্ডুরাস ও আলজেরিয়া এই ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এই নিয়ে টানা ১২টি বিশ্বকাপের ম্যাচে সৌদি আরব জয়বিহীন আছে। আর শেষ চারটি ম্যাচে তারা কোন গোল না করেই পরাজয়ের মুখ দেখেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ