বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে এক কোটি টাকার ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার।। বাস আটক

চট্টগ্রাম ব্যুরো : র‌্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯  হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং শ্যামলী পরিবহন এর ১টি বাসসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ১টি বাসের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৩টার সময় র‌্যাবের একটি দল চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন সৈকত হোটেলের এর সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় কক্সবাজার হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮৬৪) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি র‌্যাবের চেকপোস্টের কাছে থামালে র‌্যাব সদস্যরা যাত্রী ও গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় তিনজন ব্যাক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ সবুজ (৩২), পিতা- মোঃ আব্দুল হাসেম, গ্রাম- নিশ্চিন্তপুর (সেন্দ্রা বাজার), থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমানে বাঘবাড়ী তেলের মিল, সেন্টু মেম্বারের বাড়ী (ভাড়াটিয়া), থানা- দারুস সালাম, জেলা- ঢাকা, পলাশ মন্ডল (২৮), পিতা- সুকুমার মন্ডল, গ্রাম- গিয়াঘাট (বাটাজোড়), থানা- গৌরনদী, জেলা- বরিশাল, বর্তমানে লাল কুঠির, প্রথম কলোনী, হাসান মাস্টারের বাড়ী, গাবতলী, থানা- দারুস সালাম, জেলা- ঢাকা এবং মোঃ নাসির হাওলাদার (৩০), পিতা- মোঃ আঃ রব হাওলাদার, গ্রাম- ভরসাকাঠি, থানা- উজিরপুর, জেলা- বরিশাল, বর্তমানে স্যানুলিয়া, মেজর জলিলের বাড়ী, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা’দেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের দেহ, বাসটি তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট এবং তাদের দেখানো মতে ড্রাইভারের সীটের পার্শ্বে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ১৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত ইয়াবা একে অপরের সহযোগিতায় যাত্রীবাহী বাসের মাধ্যমে পরিবহন করে কক্সবাজার হতে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ