শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাঁচবিবিতে অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার বিষয়ে আন্তঃসর্ম্পক সভা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : পাঁচবিবিতে বাগজানা ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার বিষয়ে  আন্তঃসম্পর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পামডো, পল্লীশ্রী এবং ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ বাস্তবায়নাধীন ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণ (ঊঠচজঅ)” শীর্ষক প্রকল্পটির জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়ন পরিষদের হলরুমে ২৪ জুন সকাল ১১:০০ টায় একটি ফলোআপ আন্তঃসম্পর্ক (ইন্টারফেস) সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ১নং বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: নাজমুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: রোকনুজ্জামান মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো: কাউছার আলী, প্যানেল চেয়ারম্যান-২ মো: আরিফ হোসেন, পাঁচবিবি উপজেলার এপেক্স বডির সদস্য ঝিনুকা মার্ডি, সিভিএ ওয়ার্কিং গ্রুপের জনাব শ্যামল চন্দ্র মন্ডল, ইভিপিআরএ প্রকল্প-পামডো এর  প্রকল্প সমন্বয়কারী মোঃ নিয়ামতুল্লাহ শরীফ, ইভিপিআরএ প্রকল্প-পামডো এর মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার আবু সাইদ মো: আতিকুর রহমান ও ফাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার মো: আব্দুর রশীদ, বাগজানা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, সংশ্লিষ্ট সিডিএস সিমু চৌধুরী এবং অত্র ইউনিয়নের সেবা গ্রহন কারীদের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাাপনা করেন সিনিয়র সিডিএস মো: নুরুজ্জামান।  সেবা প্রদানকারীগনের এফজিডি তথ্য উপস্থাাপন করেন মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার এবং মাঠ পর্যায়ের স্কোর কার্ডের (এফজিডির) তথ্য উপস্থাাপন করেন পাঁচবিবি উপজেলার এপেক্স বডির ঝিনুকা মার্ডি। প্রধান আতিথির বক্তৃতায় সমাজসেবা অফিসার জনাব মো: রোকনুজ্জামান মন্ডল বলেন আপনারা যোগ্য ব্যক্তিদের তালিকা নতুন ভাতাভোগী নির্বাচনের পূর্বেই পাঁচবিবি উপজেলার উপজেলা সমাজসেবা অফিসে ১ কপি ও ইউনিয়ন পরিষদে ১ কপি জমা দিবেন এবং এই তালিকা সবার আগে অগ্রাধিকার প্রদান করা হবে। সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ও স্বামী নিগৃহীতা ভাতা, দুস্থ নারী ও মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, কাবিখা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান সংক্রান্ত অত্র ইউনিয়নের ভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং ইতিপূর্বের অনুষ্ঠিত আন্তঃসম্পক(ইন্টারফেস) মিটিং এর গৃহীত কর্ম পরিকল্পনার ফলোআপ করে নতুন কর্ম পরিকল্পনা তৈরী করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ